UGC NET এডমিট কার্ড 2019 (ডিসেম্বর) – আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর NTA এর তরফ থেকে পরীক্ষার এডমিট কার্ডটি প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের এপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড এর দ্বারা লগইন করে UGC NET December এডমিট কার্ড 2019 ডাউনলোড করতে পারবে। এডমিট কার্ড টি শুধুমাত্র সেইসকল পরীক্ষার্থীদের জন্যই প্রকাশ পাবে যারা আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখের আগে এপ্লিকেশন ফী সহ সঠিক পদ্ধতিতে আবেদন পত্র টি জমা দেবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরীক্ষার্থীরা দেশের ইউনিভার্সিটি এবং কলেজগুলিতে “অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ” পদের জন্য নিয়োগ হওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। পরীক্ষার্থীদের তাদের পরীক্ষার দিন এই এডমিট কার্ডের একটি হার্ড কপি নিয়ে উপস্থিত হতে বলা হচ্ছে। UGC NET এডমিট কার্ড 2019 এর সম্মন্ধে আরো ভালোভাবে জানতে পুরো আর্টিকেল পড়ুন।
UGC NET এডমিট কার্ড 2019
পরীক্ষার্থীদের এই এডমিট কার্ডে তাদের পরীক্ষাকেন্দ্রের সম্পূর্ণ ঠিকানা উপস্থিত থাকে, এছাড়াও পরীক্ষার সময় ও আরো গুরুত্বপূর্ণ তথ্য উপস্থিত থাকে। পরীক্ষার্থীকে তাদের পরীক্ষার দিন এই এডমিট কার্ডের হার্ড কপি ছাড়াও আরো কিছু তথ্য নিয়ে উপস্থিত হতে হবে যা এখানে দেওয়া আছে। UGC NET এডমিট কার্ড December 2019 এর গুরুত্বপূর্ণ তারিখ নিচের টেবিলে দেওয়া হলো।
UGC NET ডিসেম্বর এডমিট কার্ড 2019 | তারিখ |
এডমিট কার্ড প্রকাশ পাবে | 09 নভেম্বর 2019 |
পরীক্ষার তারিখ | 02 – 06 ডিসেম্বর 2019 |
এডমিট কার্ড: UGC NET এডমিট কার্ড ডিসেম্বর 2019 ডাউনলোড করতে অফিসিয়াল ওয়েবসাইটে – ntanet.nic.in যান।
UGC NET এডমিট কার্ড 2019 ডাউনলোড করার পদ্ধতি
পরীক্ষার্থীদের কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই তাদের এডমিট কার্ড টি ডাউনলোড করতে হবে। কোনো পরীক্ষার্থীকে আলাদাভাবে এডমিট কার্ড টি পাঠানো হবেনা। তাই সকলকেই জেনে রাখা দরকার যে কিভাবে তারা সেটি করবে। তাইজন্য, আমরা নিচে এডমিট কার্ড ডাউনলোড করার সহজ ও সংক্ষিপ্ত পদ্ধতি আলোচনা করলাম।
- এডমিট কার্ড ডাউনলোড করার প্রথম ধাপে পরীক্ষার্থীকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এছাড়াও আপনারা উপরে উপস্থিত ডাইরেক্ট লিংক এর মাধ্যমেও আপনাদের এডমিট কার্ড টি ডাউনলোড করতে পারবেন।
- অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা সেখানে “View Admit Card” নামে একটি অপসন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
- ক্লিক করার পর একটি লগইন উইন্ডো খুলবে, সেখানে আপনার এপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন প্রদান করে “সাবমিট” অপসন টি ক্লিক করুন।
- এরপর আপনাদের সামনে একটি পেজ উপস্থিত হবে যেখানে আপনারা অনেক লিংক দেখতে পাবেন। সেখান থেকে পেজের সবথেকে নিচে উপস্থিত “Download Admit Card” লিংক টি ক্লিক করুন।
- সবকিছু তথ্য সঠিকভাবে প্রদান করলে আপনার এডমিট কার্ড টি আপনার স্ক্রিনে উপস্থিত হবে। সবশেষে আপনার এডমিট কার্ড টি ভালোভাবে পর্যবেক্ষন করুন ও সব তথ্য মিলিয়ে নেওয়ার পর এডমিট কার্ড টি ডাউনলোড করেনিন।
আপনার এডমিট কার্ডটি নিচে দেওয়া ছবির অনুরূপ দেখতে হবে –
UGC NET এডমিট কার্ড 2019 – পরীক্ষার ধরণ
এই পরীক্ষাটি দুটি পেপারে পরিচালিত হবে, পেপার I ও পেপার II, পরীক্ষার প্রশ্নপত্রে MCQ টাইপের প্রশ্ন উপস্থিত থাকবে। পরীক্ষার সময়সীমা মোট তিন (03) ঘন্টা হবে। পরীক্ষাটির মোট 300 নম্বরের হবে।
পেপার নাম | মোট প্রশ্ন | নম্বর |
পেপার I | 50 | 100 |
পেপার II | 100 | 200 |
মোট | 150 | 300 |
মার্কিং স্কিম:
- প্রতি প্রশ্নপিছু 4 টি করে সঠিক উত্তরের অপসন থাকবে। যার মধ্যে একটি উত্তর সঠিক হবে।
- প্রতি প্রশ্নপিছু 2 (দুই) নম্বর করে থাকবে।
- প্রতি সঠিক উত্তর সিলেক্ট করার ক্ষেত্রে 2 (দুই) নম্বর করে মিলবে।
- এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। তাই, ভুল উত্তর সিলেক্ট করার ক্ষেত্রে কোনো নম্বর মিলবেনা।
- একাধিক উত্তরের অপসন সিলেক্ট করার ক্ষেত্রে সেটি ভুল উত্তর হিসাবে গণ্য করা হবে, সেক্ষেত্রে যেমন কোনো নম্বর মিলবেনা তেমন কোনো নম্বর কাটাও হবেনা।
পরীক্ষাকেন্দ্রে এডমিট কার্ডের সাথে আর কি কি নিয়ে যেতে হবে
পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে তার এডমিট কার্ডের হার্ড কপি ছাড়াও আরো কিছু তথ্য নিয়ে উপস্থিত হতে হবে যেটি নিচে দেওয়া হলো –
- এডমিট কার্ডের প্রিন্ট আউট করা একটি হার্ড কপি।
- এক কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ (আবেদন পত্র জমা দেওয়ার সময় যেটি আপলোড করা হয়েছিল)।
- প্রমাণপত্র হিসাবে যেকোনো একটি ফটো ID (প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার ID/ পাসপোর্ট/ আধার কার্ড)। এই ফটো ID তে যেন পরীক্ষার্থীর নাম যেনো তাদের এডমিট কার্ডে নামের সাথে এক হয়।
বিশেষ্য:
- যদি পরীক্ষার্থী PwD ক্যাটাগরির অধীনে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে তাকে PwD সার্টিফিকেট সহ উপস্থিত হতে হবে।
- যদি পরীক্ষার্থীর নাম কোনো কারণে পরিবর্তন হয় তাহলে তাকে নাম পরিবর্তনের প্রমাণপত্র যেমন – “বিবাহের সার্টিফিকেট, ডিভোর্স, decree, আইনিভাবে নাম পরিবর্তনের নথি” নিয়ে উপস্থিত হতে হবে।
- ডায়াবেটিক পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে খাদ্যদ্রব্য নিয়ে উপস্থিত হতে পারে, যেমন সুগার ট্যাবলেট, ফল (কলা / আপেল / কমলালেবু), স্বচ্ছ জলের বোতল।
UGC NET আনসার কি 2019
পরীক্ষা সম্পন্ন হয়ে যাওয়ার কিছু দিনের মধ্যে NTA সেই পরীক্ষার আনসার কি প্রকাশ করে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে লগইন করে তাদের আনসার কি টি দেখতে পারে। এই আনসার কি এর সাহায্যে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গণনা করতে পারে এবং বুঝতে পারে তাদের পরীক্ষায় পারফরমেন্স কেমন হয়েছিল। পরীক্ষার্থীরা এই আনসার কি এর সপক্ষে চ্যালেঞ্জ ও করতে পারবেন। তাই জন্য পরীক্ষার্থীদের একটি নির্দিষ্ট ফরম্যাট ফলো করতে হবে। বোর্ড পরীক্ষার্থীদের চ্যালেঞ্জ করা প্রশ্ন যাচাই করবে এবং তারপর পরীক্ষার ফলও প্রকাশ করবে।