• AglaSem
  • Schools
  • Admission
  • Career
  • CutOff
  • News
  • Hindi
  • Bengali
  • Mock Test
  • Docs
  • ATSE
aglasem
  • স্কুল বোর্ড
  • প্রবেশিকা পরীক্ষা
  • ভর্তি
  • বিশ্ববিদ্যালয়
  • সরকারি চাকরি
  • খবর
No Result
View All Result
aglasem
  • স্কুল বোর্ড
  • প্রবেশিকা পরীক্ষা
  • ভর্তি
  • বিশ্ববিদ্যালয়
  • সরকারি চাকরি
  • খবর
No Result
View All Result
aglasem
No Result
View All Result
Home স্কুল বোর্ড

ওয়েস্ট বেঙ্গল HS রেজাল্ট 2019 (প্রকাশিত!)। WBCHSE রেজাল্ট

by Ayan Chakraborty
August 12, 2019
in স্কুল বোর্ড
2 min read
0
ওয়েস্ট বেঙ্গল HS রেজাল্ট 2019 (প্রকাশিত!)। WBCHSE রেজাল্ট
Share on FacebookShare on Twitter

ওয়েস্ট বেঙ্গল HS রেজাল্ট 2019 প্রকাশ পেয়ে গেছে। আপনারা এই পেজে উপস্থিত ডাইরেক্ট লিংক এর মাধ্যমে আপনাদের রেজাল্ট চেক করতে পারবেন। বোর্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট press conference এর মাধ্যমে প্রকাশ করেছে। এই বছর পরীক্ষায় পাশের হার 86.29 শতাংশ। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE), বোর্ড সমগ্র রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। পরীক্ষা ভালো ভাবে সম্পন্ন হওয়ার পর বোর্ড তাদের নির্দিষ্ট সময়ে পরীক্ষার ফল ও প্রকাশ করে। পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এর দ্বারা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে লগইন করে তাদের রেজাল্ট চেক করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল HS রেজাল্ট 2019 সম্মন্ধে আরো জানতে সম্পূর্ণ আর্টিকেল পড়ুন।

এখন চলছে: ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক স্ক্রুটিনি (PPS) এবং রিভিউ (PPR) রেজাল্ট প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীরা তাদের সংশোধিত মার্কশীট 11 জুলাই 2019 থেকে সংগ্রহ করতে পারবে।

WB HS Result 2019

ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2019

গত বছর বোর্ড ক্লাস 12 এর রেজাল্ট 08 জুন 2018 তারিখে প্রকাশ করেছিল, কিন্ত এই বছর বোর্ড তার তুলনায় কিছু আগে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে চলেছে। WBCHSE রেজাল্ট 2019 গুরুত্বপূর্ণ তারিখ নিচের টেবিলে দেখুন।

WBCHSE রেজাল্ট 2019 তারিখ
পরীক্ষার তারিখ 26 ফেব্রুয়ারী – 13 মার্চ 2019
রেজাল্ট ঘোষণা 27 মে 2019

রেজাল্ট: ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2019 জানতে এখানে ক্লিক করুন।

ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2019 পরিসংখ্যান

এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 7,77,000 জন। পরীক্ষায় এই বছর পাশের হার ছিল 86.29 শতাংশ। সমগ্র রাজ্যে পাশের হারের দিক থেকে পূর্ব মেদিনীপুর জেলা এগিয়ে আছে, সেখানে পাশের হার 94.41 শতাংশ। দ্বিতীয় স্থানে আছে কলকাতা এবং তৃতীয় স্থানে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর জেলা অবস্থান করছে। এ বছর উচ্চমাধ্যমিকে যুগ্ম ভাবে প্রথম হয়েছে শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মণ, দুইজনের প্রাপ্ত নম্বর 99.06 শতাংশ। উচ্চমাধ্যমিক পরীক্ষায় আর্টস বিভাগ থেকে প্রথম হয়েছে রাকেশ দে, তার প্রাপ্ত নম্বর 492। এই বছর পুরুষ পরীক্ষার্থীদের মোট পাশের হার 87. 44 শতাংশ এবং মহিলা পরীক্ষার্থীর মোট পাশের হার 85.30 শতাংশ।

ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2019 চেক করার পদ্ধতি

শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট অনলাইন এর মাধ্যমে চেক করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2019 চেক করার পদ্ধতি নিচে দেওয়া।

  • পরীক্ষার্থীদের তাদের রেজাল্ট চেক করার জন্য প্রথমে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। এছাড়াও আপনারা এই পেজে উপস্থিত ডাইরেক্ট লিক এর মাধ্যমেও আপনার রেজাল্ট সহজে চেক করতে পারবেন, যখন সেটি অফিসিয়ালি প্রকাশ পেয়ে যাবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা রেজাল্টের অনেক লিংক দেখতে পারবেন, সেখান থেকে আপনার ক্লাস অনুযায়ী রেজাল্টের ডাইরেক্ট লিংক টিতে ক্লিক করুন।West Bengal HS Result
  • লিংকটিতে ক্লিক করার পর একটি লগইন উইন্ডো খুলবে, সেখানে আপনার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শুন্যস্থান পূরণ করার পর “ সাবমিট ” বাটনটি ক্লিক করুন।
    West Bengal HS Result
  • সবকিছু তথ্য সঠিকভাবে প্রদান করার পর আপনার রেজাল্ট স্ক্রিনে উপস্থিত হবে।
  • সবশেষে আপনার রেজাল্ট টি ভালোভাবে পর্যবেক্ষন করুন এবং একটি প্রিন্ট আউট করেনিন।

ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2019 স্ট্রিম অনুযায়ী

এই পেজ এ দেওয়া ডাইরেক্ট লিংক এর মাধ্যমে আপনার ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2019 চেক করতে পারবেন। সাইন্স, কমার্স এবং আর্টস এর শিক্ষার্থীরা সকলেই একই লিংক এর মাধ্যমে তাদের রেজাল্ট করতে পারবে । শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট অথবা wbresults.nic.in ওয়েবসাইট এর মাধ্যমেও তাদের রেজাল্ট চেক করতে পারবেন। এছাড়াও, কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে, যেমন – indiaresults.com অথবা examresults.net etc -এর মাধ্যমেও আপনারা রেজাল্ট চেক করতে পারবেন।

ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2019 নাম অনুযায়ী

শুধুমাত্র রোল নম্বর এবং রেজিস্ট্রেশন এর মাধ্যমেই কেবল শিক্ষার্থীরা রেজাল্ট চেক করতে পারবে তেমন টা নয়, শিক্ষার্থীরা তাদের নামের দ্বারা তাদের রেজাল্ট চেক করতে পারবে। কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেমন , indiaresults.com অথবা examresults.net etc, তারা ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2019 নাম অনুযায়ী প্রকাশ করে। আপনি এই ওয়েবসাইট টির মাধ্যমে আপনার রেজাল্ট নাম অনুযায়ী চেক করতে পারবেন । আপনার রেজাল্ট চেক করার জন্য সেই ওয়েবসাইট এ গিয়ে রেজাল্ট এর একটি নির্দিষ্ট লিংক টিতে ক্লিক করার পর, আপনার নাম সাবমিট করে আপনি আপনার ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2019 চেক করতে পারবেন।

ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2019 : গত বছরের পরিসংখ্যান

প্রতি বছরই বোর্ড সমগ্র রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীর হার প্রত্যেক বছর বাড়তেই চলেছে। সেইভাবে, পাশের হারের ও পরিবর্তন ঘটেছে। এই বছরের যেইসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সুবিধার্থে, আমরা গত কিছু বছরের পাশের হারের পরিসংখ্যান নিচের টেবিল দিয়েছি।

সাল মোট পরীক্ষার্থী মোট পাশের হার %
2014 7,50,000 82.56
2015 6,62,000 86.74
2016 7,89,204 83.65
2017 7,44,507 85.65
2018 8,04,895 83.75

ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2019 : তারিখ

প্রতিবছরই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে চর্চার বিষয় থাকে যে তাদের রেজাল্ট কবে প্রকাশ পাবে। তাইজন্য, শিক্ষার্থীদের এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য, নিচে আমরা গত কিছু বছরের রেজাল্ট প্রকাশ পাওয়ার তারিখ আলোচনা করলাম। ফলে, শিক্ষার্থীরা এই বছরের রেজাল্ট প্রকাশ পাওয়ার সময় সম্মন্ধে ধারণা করতে পারবে। নিচের টেবিল টি দেখুন।

সাল রেজাল্ট মুক্তি পাওয়ার তারিখ
2018 08 জুন 2018
2017 20 মে 2017
2016 16 মে 2016
2015 29 মে 2015
2014 30 মে 2014

উপরের টেবিল এ আপনারা দেখতে পাচ্ছেন যে, গত বছর ছাড়া 2014 সাল থেকে বোর্ড তাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট মে মাসের শেষ দিকে প্রকাশ করে। কিন্ত গতবছর, ওয়েস্ট বেঙ্গল উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ পেয়েছিলো 08 জুন 2018। সুতরাং, আমরা দেখতে পাচ্ছি আবার আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটলো, এই বছর বোর্ড মে মাসের শেষে রেজাল্ট প্রকাশ করতে চলেছে।

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন (WBCHSE)

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন (WBCHSE) সমগ্র রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে। বোর্ডের প্রধান লক্ষ হলো ভালো শিক্ষা প্রদান করা এবং বোর্ড সেই কার্যে সফল হয়েছে এবং আগেও সফল হবে তারই আশা করা যায়। WBCHSE বোর্ড গঠন হয়েছিল 1975 সালে এবং তবে থেকে এখন পর্যন্ত বোর্ড তাদের কার্য খুবই ভালোভাবে পালন করে চলেছে। প্রতিবছর বোর্ড ফেব্রুয়ারী মাসে পরীক্ষা পরিচালনা করে এবং পরীক্ষার ফল মে অথবা জুন মাস নাগাদ প্রকাশ করে।

অফিসিয়াল ওয়েবসাইট: wbchse.nic.in

ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট

Tags: wbchse.nic.inwbresults.nic.inওয়েস্ট বেঙ্গলওয়েস্ট বেঙ্গল বোর্ডক্লাস 12

Related Posts

ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাসূচি 2020 | পশ্চিম বঙ্গ রুটিন 2020
স্কুল বোর্ড

ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাসূচি 2020 | পশ্চিম বঙ্গ রুটিন 2020

ওয়েস্ট বেঙ্গল HS পরীক্ষাসূচি 2020 (প্রকাশিত!) । WB HS পরীক্ষাসূচি 2020
স্কুল বোর্ড

ওয়েস্ট বেঙ্গল HS পরীক্ষাসূচি 2020 (প্রকাশিত!) । WB HS পরীক্ষাসূচি 2020

ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পরীক্ষাসূচি 2020 (প্রকাশিত!) | WBBSE মাধ্যমিক পরীক্ষাসূচি 2020
স্কুল বোর্ড

ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পরীক্ষাসূচি 2020 (প্রকাশিত!) | WBBSE মাধ্যমিক পরীক্ষাসূচি 2020

ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট 2019 (প্রকাশিত!) । WBBSE মাধ্যমিক রেজাল্ট 2019
স্কুল বোর্ড

ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট 2019 (প্রকাশিত!) । WBBSE মাধ্যমিক রেজাল্ট 2019

Next Post
ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2019 (প্রকাশিত!) | WB রেজাল্ট 2019

ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2019 (প্রকাশিত!) | WB রেজাল্ট 2019

Leave a Reply Cancel reply

Top Three

ওয়েস্ট বেঙ্গল HS রেজাল্ট 2019 (প্রকাশিত!)। WBCHSE রেজাল্ট

ওয়েস্ট বেঙ্গল HS রেজাল্ট 2019 (প্রকাশিত!)। WBCHSE রেজাল্ট

রবীন্দ্র মুক্ত বিদ্যালয় HS পরীক্ষাসূচি 2019 (সংশোধিত!) । রবীন্দ্র ওপেন স্কুলিং HS পরীক্ষাসূচি 2019

রবীন্দ্র মুক্ত বিদ্যালয় HS পরীক্ষাসূচি 2019 (সংশোধিত!) । রবীন্দ্র ওপেন স্কুলিং HS পরীক্ষাসূচি 2019

UGC NET Answer Key

UGC NET আনসার কি 2019 (ডিসেম্বর) – এখানে দেখুন

  • Disclaimer
  • Terms of Use
  • Privacy Policy
  • Contact

© 2019 aglasem.com

No Result
View All Result
  • Sample Page
  • আগলাসেম
  • স্কুল বোর্ড

© 2019 aglasem.com