ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 12 এবং ক্লাস 10 এর রেজাল্ট প্রকাশ করেছে। আপনারা নিচে দেওয়া ডাইরেক্ট লিংক এর মাধ্যমে আপনাদের রেজাল্ট চেক করতে পারবেন। বোর্ড ক্লাস 10 রেজাল্ট 21 মে 2019 তারিখে প্রকাশ করেছিল। বোর্ড যেমন ভাবে মাধ্যমিক পরীক্ষার ফল press conference এর দ্বারা প্রকাশ করেছিল, ঠিক সেইভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও প্রকাশ করেছে। আমরা এই আর্টিকেল এ ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2019 সম্মন্ধিও সমস্ত তথ্য প্রদান করেছি। এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 12 ফেব্রুয়ারী থেকে এবং উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল 26 ফেব্রুয়ারী থেকে। পরীক্ষার্থীদের তাদের রোল নম্বর ও জন্মতারিখের দ্বারা অনলাইনে তাদের রেজাল্ট চেক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2019 সম্মন্ধে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পুরো আর্টিকেল পড়ুন।
ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2019
বোর্ড মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে দিয়েছে। এই বছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 85.49% এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.29%। এই বছর গত বছরের তুলনায় পাশের হার আরো ভালো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2019 এর গুরুত্বপূর্ণ তারিখ নিচের টেবিলে দেওয়া হলো:
কর্মসূচি | ক্লাস 10 | ক্লাস 12 |
---|---|---|
পরীক্ষার তারিখ | 12 ফেব্রুয়ারী – 22 ফেব্রুয়ারী 2019 | 26 ফেব্রুয়ারী – 13 মার্চ 2019 |
রেজাল্ট ঘোষণা | 21 মে 2019 | 27 মে 2019 |
ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2019 চেক করার পদ্ধতি
যেইসব শিক্ষার্থীরা এইবছর ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষায় অংশগ্রহণ করছে তারা তাদের রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে দেখতে পারবেন অথবা তারা খুব সহজ উপায়েও, এই পেজ এ দেওয়া ডাইরেক্ট লিংক এর মাধ্যমেও সেটি চেক করতে পারবেন। আপনি নিচে দেওয়া পদক্ষেপের মাধ্যমেও আপনার ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2019 চেক করতে পারবেন।
- ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট – wbresults.nic.in এ যান। এছাড়াও আপনারা এই পেজে উপস্থিত ডাইরেক্ট লিংক এর মাধ্যমেও খুব সহজে আপনাদের রেজাল্ট চেক করতে পারবেন।
- লিংকটিতে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো খুলবে, সেখানে আপনারা অনেক রেজাল্ট এর লিংক দেখতে পারবেন। এবার আপনার ক্লাস অনুযায়ী নির্দিষ্ট লিংক টিতে ক্লিক করুন।
- রেজাল্ট লিংক ক্লিক করার পর একটি লগইন উইন্ডো খুলবে সেখানে আপনার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে শুন্যস্থান পূরণ করুন এবং সবশেষে সাবমিট বাটন টি ক্লিক করুন।
- সবকিছু তথ্য সঠিকভাবে প্রদান করার পর আপনার রেজাল্ট টি স্ক্রিনে উপস্থিত হবে।
- সবশেষে সেটিকে ভালোভাবে পর্যবেক্ষন করুন এবং ভবিষ্যতের জন্য ডাউনলোড করে নিন।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড
ওয়েস্ট বেঙ্গল বোর্ড সমগ্র রাজ্য জুড়ে ক্লাস 10 ও ক্লাস 12 পরীক্ষা পরিচালনা করে। মাধ্যমিক অথবা ক্লাস 10 পরীক্ষার জন্য “ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (WBBSE) ” বোর্ড পরীক্ষা পরিচালনা করে এবং উচ্চ মাধ্যমিক অথবা ক্লাস 12 পরীক্ষা পরীক্ষা পরিচালনা করার দায়িত্ব থাকে “ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (WBCHSE) “ বোর্ডের উপর। বোর্ড তাদের নির্দিষ্ট সময়ে পরীক্ষা সঞ্চালনা করবে এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর রেজাল্ট ও প্রকাশ করবে।
গতবছর, ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট প্রকাশ পেয়েছিলো 06 জুন 2018। সুতরাং, আমরা দেখতে পাচ্ছি যে গত বছরের তুলনায় এই বছর বোর্ড কিছু পূর্বে তাদের রেজাল্ট প্রকাশ করেছে। আপনি আপনার ক্লাস 10 রেজাল্ট “ wbbse.org “ ওয়েবসাইটে দেখতে পাবেন। শিক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এর মাধ্যমে তাদের রেজাল্ট দেখতে পাবেন। গতবছরে, যদি আমরা পুরুষ এবং মহিলা শিক্ষার্থীর পাশের সংখ্যা তুলনা করি তাহলে, পুরুষ শিক্ষার্থীর তুলনায় মহিলা শিক্ষার্থী সংখ্যা এগিয়ে। মহিলা শিক্ষার্থীর পাশের সংখ্যা ছিল 56% এবং পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ছিল 44%।
আগের বছর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পেয়েছিলো 08 জুন 2018। সুতরাং, এই বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের মতো উচ্চ মাধ্যমিক এর রেজাল্ট ও গত বছরের তুলনায় পূর্বে প্রকাশ করা হলো। আপনি আপনার ক্লাস 12 রেজাল্ট “wbchse.nic.in “ ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবেন। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরুষ পরীক্ষার্থীদের পাশের হার হলো 87. 44 % এবং মহিলা শিক্ষার্থীর পাশের হার 85.30%।
অফিসিয়াল ওয়েবসাইট: wbbse.org এবং wbchse.nic.in